× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মার্চ ২০২৪ ২২:৪৮ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৪ ২২:৫৪ পিএম

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মিরপুর সাড়ে ১১ নাম্বার সিটি ক্লাব মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান।

পূর্ব ঘোষণা অনুযায়ী খেলায় স্কুলটির মিরপুর ক্যাম্পাসের প্রায় ৬০০ শিক্ষার্থী ১৩০টি খেলায় অংশ নেয়। বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে এভেরোজ পরিবারের প্রায় ৩২ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।

প্রতি বছর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়ে থাকে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখা। অনাড়ম্বর এই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের সময়ে চরমপত্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং বঙ্গবন্ধুর ফিরে আসার অপেক্ষায় কীভাবে শক্তি সঞ্চার করে যুদ্ধ করেছিলেন, তার বর্ণনা তুলে ধরেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ঢাকা উত্তরের নম্বর ৬ ওয়ার্ড কাউন্সিলর ইসলামি স্কলার প্রফেসর মোক্তার আহমাদ, এভেরোজ ইন্টারনশনাল স্কুলের পরিচালক গোলাম মোস্তফা, ক্যামব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব শাহিন রেজা, পিয়ারসন পিএলসির রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আব্দুল্লাহ, ক্যামব্রিজ ইউনিভারসিটি প্রেসের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কাজী নাহিয়ান এবং স্কুল পরিচালনা পর্ষদ ও ম্যানেজিং কমিটির সব সদস্যসহ আমন্ত্রিতরা। অনুষ্ঠান পরিকল্পনা, ব্যবস্থাপনা ও পরিচালনা করেন স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রিন্সিপাল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের ফাউন্ডার চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ‘এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল আমার কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নয়; এটা আমার সন্তানের মতো। আজ এই মাহেন্দ্রক্ষণে প্রথমেই শুকরিয়া জানাই মহান আল্লাহর প্রতি যিনি এটা করার সুযোগ আমাকে দিয়েছেন। সেই সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলার বিশ্ব নেত্রী শেখ হাসিনার প্রতি। যিনি আজ বিশ্ব নেতা, যার যোগ্য নেতৃত্বের কারণে আজ আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি এবং শিক্ষাব্যবস্থায় এনে দিয়েছেন যুগান্তকারী সফলতা।’ 

বিদ্যালয়ের প্রধান নির্বাহী ও প্রিন্সিপাল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ বলেন, ঢাকা শিক্ষা বোর্ডের পাশাপাশি ক্যামব্রিজ ও এডেক্সসেল সার্টিফাইড স্কুল এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল। ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিকাশের লক্ষ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য স্কুলে হিফজুল কুরআন বিভাগ খোলা হয়েছে। বর্তমানে বিদ্যালয়টির তিনটি শাখায় ৪ হাজার শিক্ষার্থী দেশ ও বিদেশের বিভিন্ন ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি উপযোগী সব ধরনের পড়ালেখার সুযোগ পাচ্ছে। ইতোমধ্যে খোলা হয়েছে বিশ্ব ইসলামিক ইউনিভারসিটি ভর্তি সেল-ডিপার্টমেন্ট। বিশ্বের সব নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ, পার্টনারশিপ, রিকগনিশন, ভর্তি নিয়ে কাজ করছে ডিপার্টমেন্টটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা