× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেইলি রোডে আগুন

পরিচয় মিলেছে ৪১ জনের, ৩৮ মৃতদেহ হস্তান্তর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ১৩:০২ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৪ ১৫:২০ পিএম

বেইলি রোডে আগুনে নিহতদের দেহ বুঝে নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্বজনদের ভিড়। ছবি : সংগৃহীত

বেইলি রোডে আগুনে নিহতদের দেহ বুঝে নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্বজনদের ভিড়। ছবি : সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তার মধ্যে ৪১ জনের পরিচয় পাওয়া গেছে। আর ৩৮ জনের মৃতদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। যাদের পরিচয় শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ প্রোফাইলিং করা হবে।

ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের পরিবারের স্বজনরা ৪১ জনের মৃতদেহ শনাক্ত করেছে। এর মধ্যে ৩৮ জনের মৃতদেহ পরিবারের সদস্যদের হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনের মৃতদেহ হস্তান্তরপ্রক্রিয়ার মধ্যে আছে। আর যাদের শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, মৃতদেহ বহনের জন্য ২৫ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া যারা আহত তাদের প্রত্যেককে ১০-১৫ হাজার করে টাকা তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। পরে প্রয়োজন অনুযায়ী সাহায্য করা হবে।

যাদের মৃতদেহ হস্তান্তর করা হলো—

ফৌজিয়া আফরিন রিয়া, পপি রায়, সম্পূন্না পোদ্দার, আশরাফুল ইসলাম আসিফ, নাজিয়া আক্তার, আরহাম মোস্তফা আহম্মেদ, নুরুল ইসলাম, পম্পা সাহা, শান্ত হোসেন, মাইসা কবির মাহি, মেহেরা কবির দোলা, জান্নাতী তাজরিন, মোহাম্মদ জিহাদ, কামরুল ইসলাম হাবিব রকি, দিদারুল হক, আতাউর রহমান শামীম, মেহেদী হাসান, নুসরাত জাহান শিমু, সৈয়দা ফাতেমা তুজ জহুরা, সৈয়দ আবদুল্লাহ, স্বপ্না আক্তার, জারিন তাছনিম প্রিয়তি, সৈয়দ মোবারক, বিয়াংকা রায়, রুবি রায়, তুষার হাওলাদার, জুয়েল গাজী। অন্যদের নাম জানা যায়নি।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। আগুনে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

আগুনে নিহতদের দেহ স্বজনদের হস্তান্তর শুরু হয় সকাল ৬টার দিকে। হস্তান্তরপ্রক্রিয়ায় যুক্ত রয়েছেন জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা