বেইলি রোডে আগুন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ১১:৫৮ এএম
আপডেট : ০১ মার্চ ২০২৪ ১৫:২১ পিএম
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। প্রবা ফটো
রাজধানী ঢাকার বেইলি রোডে বৃহস্পতিবার রাতে বিরিয়ানির দোকান ‘কাচ্চি ভাই’তে লিপ ইয়ার উপলক্ষে ৫০ শতাংশ ডিসকাউন্ট ছিল। ফলে বহুতল ভবনের দুই তলায় থাকা রেস্টুরেন্টটিতে ছিল উপচে পড়া ভিড়। এমন একটা সময়ে রাত পৌনে ১০টার দিকে রেস্টুরেন্টটি যে ভবনে ছিল সেটায় আগুন লাগে।
আগুনে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৪৫ জন। আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় এ সংখ্যা বাড়তে পারে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা অন্তত ৭৫ জনকে জীবিত উদ্ধার করেন। অচেতন অবস্থায় উদ্ধার করা হয় আরও ৪২ জনকে।
আহতদের ১২ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের কেউ শঙ্কামুক্ত নন বলে শুক্রবার (১ মার্চ) সকালে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
ভবনটির নিচতলার একটি দোকানে সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লাগে বলে প্রাথমিক ধারণা। বিষয়টি খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।