বেইলি রোডে আগুন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ১১:৫৭ এএম
আপডেট : ০১ মার্চ ২০২৪ ১৫:২০ পিএম
বেইলি রোডের পুড়ে যাওয়া ভবনের সামনে উৎসুক মানুষের ভিড়। ছবি : আরিফুল আমিন
রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ আগুনে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। কে জানত এক নিমেষেই আগুনে ভস্মীভূত হয়ে যাবে আলোঝলমলে সাত তলা ভবনটি। পোড়া গন্ধে ছেয়ে গেছে বেইলি রোডের ওই এলাকা। ভবনটির সামনের সড়কে দাঁড়িয়ে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে অনেকে।
শুক্রবার (১ মার্চ) সকালে অন্যান্য দিনের মতো বেইলি রোডের সেই ব্যস্ততা চোখে পড়েনি। সাধারণ মানুষের চলাচল থাকলেও নেই গাড়ির হর্ন কিংবা রিকশার বড় জটলা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এ ছাড়া র্যাব ও পুলিশের আলাদা দল, ফায়ার সার্ভিসের একটি দল ভবনে প্রবেশ করেছে। তারা বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করছে।
সকাল থেকে প্রতিষ্ঠানটির সামনে হাজার হাজার উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। সবার নজর পুড়ে যাওয়া ভবনের দিকে। গণমাধ্যমের কর্মীরাও সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ভিড় করছেন।
ভবনের সামন ঘিরে রেখেছে পুলিশ।
বেইলি রোডের সাত তলা ভবনটিতে কাচ্চি ভাই, ইল্লিন, জেস্টি, খান দাবা, ইউকো, হাক্কা-ঢাক্কাসহ বেশ কয়েকটি রেস্টুরেন্ট, স্যামসাং মোবাইলের শোরুম, কয়েকটি কাপড়ের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।