বেইলি রোডে আগুন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ১১:৫৫ এএম
আপডেট : ০১ মার্চ ২০২৪ ১৪:১৯ পিএম
প্রতীকী ছবি
চেহারা দেখে চেনার উপায় নেই, অবশেষে আঙুলের আংটি দেখে বন্ধু জুনায়েদের মৃতদেহ শনাক্ত করতে হলো সিয়ামকে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) চার বন্ধু সিয়াম, জুনায়েদ, নাজমুল ও সাদ খেতে গিয়েছিলেন কাচ্চি ভাইয়ে। তাদের মধ্যে সিয়াম বেঁচে ফিরলেও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাদ। বাকি দুজনের মধ্যে জুনায়েদের মৃতদেহ শনাক্ত হলেও পাওয়া যাচ্ছে না নাজমুলকে।
বন্ধুদের অবস্থার কথা জানেন না চিকিৎসাধীন সাদ। সিয়াম বলেন, ‘জুনায়েদের খবর পাইলে তো সাদ মইরাই যাইব।’
জুনায়েদের মৃতদেহ শনাক্ত করতে হাসপাতালে আসেন তার বোন তাসমিয়া বিনতী। মৃতদেহ দেখার পরই কান্নায় ভেঙে পড়েন তিনি। বলতে থাকেন, কিচ্ছু বোঝা যাচ্ছে না চেহারা, সব শেষ। চেনা যায় না ভাইকে।
সিয়াম বলেন, আমি ওয়াশরুমে গিয়েছিলাম। বের হয়ে দেখি আগুন। দ্রুত নিচে নেমে যাই। ওদের ফোন করতে থাকি। কিন্তু আর খুঁজে পাই না।
নিখোঁজ নাজমুলের বাবা নজরুল ইসলাম বলেন, আমার ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। অফিস শেষ করে বাসায় ফিরে জানতে পারি সে বেইলি রোডে বন্ধুদের সঙ্গে খেতে গিয়েছে।
রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুনে পুড়ে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। আগুন নেভানোর পর হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।