× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বারবার যৌন নিপীড়নের ঘটনা শিক্ষাঙ্গনকে বিব্রতকর অবস্থায় ফেলছে: মহিলা পরিষদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫৬ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৮ পিএম

বারবার যৌন নিপীড়নের ঘটনা শিক্ষাঙ্গনকে বিব্রতকর অবস্থায় ফেলছে: মহিলা পরিষদ

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেছেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বারংবার সংঘটিত যৌন নিপীড়নের ঘটনা শিক্ষাঙ্গনকে চরম একটি বিব্রতকর অবস্থায় ফেলছে। এখানে শিক্ষার্থীদের নিরাপত্তা আজ বিঘ্নিত।’

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, অ্যাড. মাসুদা রেহানা বেগম, আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, ঢাকা মহানগর কমিটির লিগ্যাল এইড সম্পাদক শামীমা আফরোজ আইরিন এবং অ্যাডভোকেসি ও লবি পরিচালক জনা গোস্বামী।

ফওজিয়া মোসলেম বলেন, ‘৭১ এর মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘটিত যৌন সহিংসতার ঘটনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো আন্দোলন হতে দেখিনি।’

তাই শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনা প্রতিরোধে সমগ্র সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দাবি জানান, ‘শিক্ষাঙ্গন থেকে সমস্ত দুর্নীতি বন্ধ করতে হবে। রাজনৈতিক অপতৎপরতা বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, মহামান্য হাইকোর্টের রায় অনুসারে গঠিত যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটিকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং নারীর প্রতি অবমাননাকে সামাজিক অবমাননা হিসেবে দেখতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা