× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যমের কার্যকর ভূমিকা প্রয়োজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৯ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৩১ এএম

রাজ”ধানী জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা-গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে আলোচকরা। ছবি : সংগৃহীত

রাজ”ধানী জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা-গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে আলোচকরা। ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা  রাখার আহ্বান জানানো হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা-গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে আলোচকরা এ আহ্বান জানান।

সেমিনারে সভাপতিত্ব করেন, গণমাধ্যম ইনস্টিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফী জাকির হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী। আলোচনায় অংশ নেন, জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মালিক ফিদা এ. খান, গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক এ কে এম আজিজুল হক, মো. নজরুল ইসলাম, ড. মো. মারুফ নাওয়াজ, সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নির্বাহী সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব, সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান সম্রাট, ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজীম তামান্না প্রমূখ।

মূলপ্রবন্ধে মির্জা শওকত আলী বলেন, ‘বাংলাদেশের মতো বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনের ফলে নানামুখি পরিবর্তন ঘটছে। এক কথায় পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হচ্ছে এবং এক সঙ্কটজনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে সব মানুষ। এ সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে যেসব প্রচেষ্টা চলমান রয়েছে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ঠ নয়। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।’ 

তিনি আরও বলেন, ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনায়’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবেশ ও জলবায়ু নিয়ে ভাবনার এবং দিক-নির্দেশনার প্রতিফলন ঘটানো হয়েছে। সে জন্য মুজিববর্ষে এ পরিকল্পনা প্রণয়নকালে ওই নামকরণ করা হয়েছে।’ 

গণমাধ্যম ইনস্টিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফী জাকির হোসেন বলেন, ‘সরকার জলবায়ু পরির্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। কারণ জলবায়ু পরিবর্তন মোকাবিলা বাংলাদেশের জন্য বেঁচে থাকার লড়াই। অসংখ্য চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার তার জলবায়ু পরিবর্তন অভিযোজন কর্মকাণ্ডের জন্য বিশ্বব্যাপী এক রোল মডেলে পরিণত হয়েছে।’

জলবায়ু বিশেষজ্ঞ মালিক ফিদা এ. খান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিপদাপন্ন অবস্থা থেকে বেরিয়ে সমৃদ্ধির দিকে যেতে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা নেওয়া হয়েছে। বদ্বীপ পরিকল্পনা, এসডিজি ও স্মার্ট বাংলাদেশ পরিকল্পনায় জলবায়ু ইস্যুটি অগ্রাধিকারে রাখা গেলেই ওই পথনির্দেশিকা বাস্তবায়ন করা সহজ হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা