× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি সহজ করা হবে : শিক্ষামন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০১ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০২ পিএম

রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। প্রবা ফটো

রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। প্রবা ফটো

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘অভিভাবকরা যাতে সহজে বুঝতে পারে সেজন্য নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতিকে সহজ করা হবে।’ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট এসএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগের মূল্যায়নে জিপি-৫ পেলেও কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে পারছে না। শ্রেণিকক্ষে পাঠদান করার সময় শিক্ষার্থীর যোগ্যতার মূল্যায়ন হয় না। ফলে সে শিক্ষার্থী কর্মক্ষম হচ্ছে না। উন্নত জীবনের জন্য প্রস্তুত হচ্ছে না তারা। মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে সন্তানদের দক্ষতার জায়গায় অভিভাবকরা যাতে বুঝতে পারে সেজন্য আমরা পরিবর্তন আনছি। এখন থেকে অভিভাবকরা সহজেই এটি বুঝতে পারবে।’

তিনি বলেন, ‘এ পদ্ধতিকে নিম্ন মাধ্যমিক পর্যায়ে মূল্যায়ন কার্যক্রম জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে। নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে আমরা বছরের শুরু থেকেই মূল্যায়ন করতে পারছি। ফেব্রুয়ারিতে আমি তাদের অবস্থা জানতে পারলে তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। আগে যেটা বছর শেষে আমরা জানতে পারতাম। বর্তমানে শিক্ষার্থীর দক্ষতা, প্রায়োগিক সক্ষমতা ও জ্ঞানের বিষয়টি আমরা বুঝতে পারছি না। সেজন্য আগের স্মরণ শক্তির পরিবর্তে এই তিনটি বিষয়ের দক্ষতা যাচাই করা হবে।’

মন্ত্রী মহিবুল হাসান নওফেল বলেন, ‘অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কমায় এবার এসএসসির পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।’

১০টায় অফিস টাইম থাকায় রাস্তায় অনেক যানজট থাকে। পরীক্ষার সময় আগানো ও পেছানো যায় কি না সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নামাজের কারণে পরীক্ষা পেছানো হয়নি। নতুন কারিকুলামে পেছানোর সুযোগ থাকবে। অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ক্ষতির কথা চিন্তা করে আমরা পরিদর্শনে যাইনি। যদিও আমাদের মন্ত্রণালয়ের টিম পরিদর্শনে থাকবেন। নিজের সন্তানের ভোগান্তির কথা চিন্তা করে এই জড়ো হওয়া থেকে বিরত থাকি।’ 

সীমান্ত এলাকায় যুদ্ধাবস্থা চলছে। শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে আছে। এ বিষয়ে বিশেষ কোনো নজর আছে কি না জানতে চাইলে মহিবুল হাসান বলেন, ‘মিয়ানমারের বর্ডার এলাকার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ চলছে। সংঘর্ষের কারণে সেখানে কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারব। চট্টগ্রাম বোর্ড তাদের জন্য সে ব্যবস্থা নিবে।’

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি গোষ্ঠী প্রশ্নফাঁসের গুজব ছড়ায়। যারা সরকারকে বেকায়দায় ফেলার জন্য এটি করে। আবার আরেকটি গোষ্ঠী প্রতারণার জন্য এসব করে থাকেন। অভিভাবকরা যেন নৈতিক অবস্থানে যেন কোনো আপস না করেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় একই রকম কাজ করা হয়। মেডিকেল পরীক্ষা সহযোগিতার জন্য আমাকেও মেসেজ পাঠানো হয়।’

সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোলায়মান খান, মাউশির মহাপরিচালক নেহাল আহমেদ, ঢাকা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা