কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩২ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫১ পিএম
ঢামেক হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ হাজতির মৃত্যু হয়েছে। ফাইল ছবি
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বন্দি প্রিসন সাংমা ও সামসাদ আলী গুল্লা নামে দুই হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সামসাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে হাসপাতালটির মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ২টার দিকে মারা যান প্রিসন সাংমা।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রিসন সাংমার বাড়ি শেরপুরের ঝিনাইগাতী থানার বাকাকোড়া গ্রামে। তিনি রাজধানীর দক্ষিণখান মিয়াপাড়া এলাকায় থাকতেন। সামসাদ মিরপুর ১২ নম্বর সেকশনে থাকতেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ প্রতিদিনের বাংলাদেশকে জানান, উত্তরা পশ্চিম থানায় গত ১৮ জানুয়ারি মানব পাচার প্রতিরোধ আইনে প্রিসনের বিরুদ্ধে মামলা হয়। মামলা নং-১৩। চিকিৎসার জন্য রবিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন। সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।
এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সামসাদ আলী গুল্লারকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন কারারক্ষীরা। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তবে তার মামলার বিবরণ জানা যায়নি। সামসাদ ও প্রিসনের মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।