× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রাবাড়ীতে আধিপত্য বিস্তার

একজনকে কুপিয়ে হত্যা, অন্যজন আহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৫০ এএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৫৭ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মারামারির সময় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন একজন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে কুতুবখালী স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জামাল। আহত আমিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আসাদ উল্লাহ দাবি করে বলেন, সিনিয়র গ্রুপের আমির ফারদিন, সিফাত, আরাফাত, শিমুল, ইমন গাজীসহ কয়েকজনের সঙ্গে জুনিয়র জামাল গ্রুপের বিরোধ ছিল। তার জেরে রাত ৮টার দিকে জামালকে যাত্রাবাড়ীর কুতুবখালী স্কুলের সামনে ডেকে নেওয়া হয় । সেখানে সিনিয়র গ্রুপের সদস্যদের সঙ্গে জামালসহ অন্য জুনিয়রদের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে জামালকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে গুরুতর আহত হন জামাল। রাত সোয়া ৯টার দিকে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে সিনিয়র গ্রুপের ইমন গাজী বলেন, ‘মঙ্গলবার জামালের সঙ্গে আমাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জামালসহ বেশ কয়েকজন মিলে আমাদের মারধর করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে আমাদের ওপর আক্রমণ করে। এ নিয়ে একটি ঝামেলা ছিল। তার জেরে রাতে আমাদের বন্ধু আমিরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তারা। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়।‘

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, জামালের মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমির জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আমরা জানতে পেরেছি সিনিয়র-জুনিয়র নিয়ে মারামারি ঘটেছে। দুই পক্ষের চারজনকে আটক করে ঢামেক পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তাদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা