প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৫ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৯ পিএম
মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। প্রবা ফটো
কারিগরি ত্রুটির কারণে সাময়িক বন্ধ থাকার পর পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ১০ মিনিটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সিগনাল সিস্টেমে অসুবিধার কারণে সাময়িক বন্ধ ছিল মেট্রোরেল। ত্রুটি সারিয়ে বিকাল ৪টা ১০ মিনিটে পুনরায় চালু করা হয়েছে।
এর আগে কারিগরি ত্রুটির কারণে দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিভিন্ন স্টেশনে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।