× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বায়ুদূষণের সূচক ২৫০ পার হলেই অ্যালার্ট জারি করবে সরকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ১৬:৩৯ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ১৭:৫৯ পিএম

পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ফাইল ফটো

পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ফাইল ফটো

বৈশ্বিক বায়ুদূষণ সূচকে বেশিরভাগ সময় তালিকার শীর্ষে থাকা ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। বায়ুদূষণ মান ২৫০ এর ওপরে গেলে অ্যালার্ট জারি করার ঘোষণা দিয়েছেন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের ১০০ কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ ঘোষণা দেন। তবে কবে থেকে ও কীভাবে এই অ্যালার্ট জারি হবে তা বলা হয়নি।

মন্ত্রী বলেন, ‘আন্তঃসীমান্ত কারণের পাশাপাশি অভ্যন্তরীণ নানা কারণে বায়ুদূষণ ঘটছে। টানা কয়েক বছর ধরে আমরা তীব্র মাত্রার বায়ুদূষণ দেখছি। বৈশ্বিক নানা সূচকে ঢাকা সবসময় এক, দুই বা তিনে থাকছে। ঢাকার বায়ু দূষণ মান ২৫০ একিউআইয়ের বেশি হলে আমরা অ্যালার্ট চালু করব। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা চলছে।’

সংবাদ সম্মেলনে দূষণ নিয়ন্ত্রণের পরিকল্পনায় পাঁচটি দিক উল্লেখ করা হয়। এছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং কৃষিজমি রক্ষায় সরকারি নির্মাণে ১০০ ভাগ ব্লক ব্যবহারের রোডম্যাপ অনুমোদন করার কথাও জানানো হয়।

মন্ত্রী বলেন, ‘২০২৪ সালের মধ্যে এটি করার কথা থাকলেও ২০২৮ সালের মধ্যে এটি কার্যকর হবে। এর মধ্যে আমাদের চলমান উন্নয়ন কর্মকাণ্ড যেন বাধাগ্রস্ত না হয় তা লক্ষ্য রাখা হবে ও বাজার ব্যবস্থাপনার সমন্বয় করা হবে।’

তিনি আরও বলেন, ‘বায়ুদূষণের প্রতিটি উৎস থেকে সৃষ্ট দূষণ মোকাবেলায় ন্যুনতম একটি করে কার্যক্রম গ্রহণ। বায়ুদূষণ রোধে দেশব্যাপী ন্যূনতম ৫০০ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।’

বাকি ইটভাটা এখনই বন্ধ না করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বর্তমানে প্রতি বছর ২৫০ কোটি সনাতন পদ্ধতির ইট উৎপাদন হচ্ছে, আর ব্লক ইট হচ্ছে ৩০০ কোটি। সনাতন পদ্ধতির ইট হুট করে বন্ধ করে দিলে যেন ব্লক ইটের দাম বেড়ে বাজার অস্থির না হয় তাই ধীরে ধীরে সেগুলোও বন্ধ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা