× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘পুলিশের ডাকে’ ঢাকায় আসছেন অনুপম

জামশেদ নাজিম

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ১৯:১১ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ১৭:২২ পিএম

দুই বাংলার জনপ্রিয় শিল্পী অনুপম রায়। ফাই ছবি

দুই বাংলার জনপ্রিয় শিল্পী অনুপম রায়। ফাই ছবি

‘আমি ঢাকায় আসতে ভীষণ ভালোবাসি, চট্টগ্রামে আসতে ভালোবাসি। যতবার আমার ম্যানেজমেন্ট থেকে জানানো হয় বাংলাদেশে একটা অনুষ্ঠান হতে পারে। আমি বহুদিন আগে থেকেই স্যুটকেস গোছাতে শুরু করি। তার কারণ এখানকার মানুষ এবং খাওয়া-দাওয়া।’

ঢাকায় এক কনসার্টে গান গাওয়ার আগে গেল জুলাইয়ে এমনটাই জানিয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশে একটা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, এটা যদি আমার ম্যানেজমেন্ট বা আমার টিম থেকে নিশ্চিত করা হয়, ব্যাস আমাকে আর কেউ আটকাতে পারবে না।’

হ্যাঁ, কেউ আটকাতে পারেনি তাকে। এপার বাংলার শ্রোতাদের সুরের মূর্ছনায় মাতাতে আবার আসছেন অনুপম। ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি গাইবেন রাজারবাগ পুলিশ লাইনে। এরই মধ্যে ডিএমপির অনুষ্ঠানে অংশ নিতে চুক্তিবদ্ধ হয়েছেন। আনুষ্ঠানিকতা সারতে ঢাকায় এসেছিলেন শিল্পী। 

অনুপম রায় প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুষ্ঠানে তিনি আসছেন। সব কিছু ঠিকঠাক থাকলে পুলিশ সদস্যদের গানের তালে আনন্দ দিয়ে যাবেন।’

‘আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী’ নিজের লেখা এমন গানের কথায় শ্রোতাদের আনন্দ দেওয়ার বিষয়ে তিনি বলেন, লেখা গানের কথা আর গায়কের কণ্ঠের গান কখনই এক নয়। একজন গায়ক গান লেখেন অদৃশ্য কিছু গল্প কল্পনা করে। আর গায়ক গান গায় শ্রোতাদের আনন্দ দিতে। বাংলাদেশে গান গাওয়ার ভালো লাগাটা অনেক বেশি উপলব্ধি হয় বলেও জানান তিনি। 

‘শান্তি শপথে বলীয়ান’ এ মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে রাজধানীর জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে (ডিএমপি)। জনমানুষের সেবার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পা দিতে যাচ্ছে ১ ফেব্রুয়ারি। অন্যসব বছরের মতো বিকালের পরিবর্তে এবার সকালে কেককাটা হবে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। ওই দিন বিকালে প্রধানমন্ত্রী অমর একুশে বই মেলার উদ্বোধন করার কথা রয়েছে। তাই অনুষ্ঠানে এমন পরিবর্তন আনা হয়েছে।

মাত্র ১২টি থানা নিয়ে ১৯৭৬ সালের ১৩ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় ডিএমপির। বর্তমানে ডিএমপিতে ৫৭টি বিভাগ ও ৫০টি থানা রয়েছে এবং একজন পুলিশ কমিশনার, ছয়জন অতিরিক্ত পুলিশ কমিশনার, ১২ জন যুগ্ম পুলিশ কমিশনার, ৫৭ জন উপপুলিশ কমিশনারসহ প্রায় ৩৪ হাজার পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। বিশ্বের অন্যতম বৃহৎ মেগাসিটি ঢাকায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই কোটি মানুষ বাস করে। অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, কূটনৈতিক মিশন, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প-কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান এ নগরীতে অবস্থিত। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও দমন, ভিআইপি গমনাগমন, নিরাপদ ব্যবসায় পরিবেশ নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর আস্থা ও নির্ভরতা অর্জনে সফল হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা