× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসির অ্যাপে সাইবার হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৬:৫৭ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ১৭:৩০ পিএম

ইউক্রেন ও জার্মানিসহ আরেকটি দেশ থেকে ইসির স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপে সাইবার হামলা হয়েছে। ছবি : সংগৃহীত

ইউক্রেন ও জার্মানিসহ আরেকটি দেশ থেকে ইসির স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপে সাইবার হামলা হয়েছে। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের অ্যাপটি সাইবার হামলার শিকার হয়েছে। ভোটের আগের দিন (৬ জানুয়ারি) সন্ধ্যায় হামলা হওয়ার পর থেকে নতুন অ্যাপটি ঠিক মতো কাজ করছে না। তবে অ্যাপটি সচল করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। 

রবিবার (৭ জানুয়ারি) ইসির সচিব ও মুখপাত্র মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) 'স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি' নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে। যেখানে ভোটের তথ্য লাইভ আপডেট জানানো হবে। তবে রবিবার সকাল থেকেই ইসির এই অ্যাপ্লিকেশন ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ তোলেন ভোটাররা।’

দেশ থেকে না বিদেশ থেকে অ্যাপটিতে হামলা হয়েছে, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘ইউক্রেন, জার্মানিসহ আরেকটি দেশ থেকে এই অ্যাপটিকে স্লো করে দেওয়া হয়। আমাদের টিম সারা রাত কাজ করেছে, এখনও করতেছে এটি সচল রাখতে। একটু স্লো থাকলেও এখন এটা চলতেছে।’

হামলার শিকার হওয়ার পর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভিসহ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে অ্যাপটি ২১ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু এ তথ্য সত্য নয় বলে দাবি করেছেন ইসি সচিব। 

ইসি সচিব মো. জাহাংগীর আলম রবিবার সাংবাদিকদের বলেন, ‘২১ কোটি টাকা ব্যয়ে অ্যাপ তৈরির খবরটি সঠিক নয়। ছয় বছর মেয়াদের একটি প্রকল্পের ব্যয় হলো ২১ কোটি টাকা। সেই প্রকল্পের একটি পার্ট হলো এই অ্যাপ। প্রকল্পের প্রথম বছর চলছে। এখনও পর্যন্ত আমরা ব্যয় করেছি ৮ কোটি টাকার মতো।’



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা