× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবাই একই দলের পোলিং এজেন্ট : সিইসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১২:২৩ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১২:৪০ পিএম

নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। প্রবা ফটো

নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। প্রবা ফটো

‘আমি ভোটকেন্দ্র যেগুলো পেয়েছি (যেসব পোলিং এজেন্ট পেয়েছি), সব একই দলের, নৌকার পক্ষের একজন করে পোলিং এজেন্ট পেয়েছি। বাদবাকি প্রার্থী বা অন্য কোন লোকজন দেখতে পাইনি।’

রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।   

সিইসি বলেন, ‘একটা জিনিস যেটা আমি বলতে চেয়েছিলাম, ভোট কেন্দ্রগুলোতে পোলিং এজেন্ট নিয়ে। আসলে মনে হচ্ছে, প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী (প্রার্থীদের) অনেকের বোধ হয় সেই সামর্থ নাই। আমরা খুব জোর দিযে বলেছিলাম প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে অবশ্যই প্রত্যেকটা কেন্দ্রে (সব প্রার্থীর) পোলিং এজেন্ট থাকতে হবে। আমি ভোটকেন্দ্র যেগুলো পেয়েছি (যেসব পোলিং এজেন্ট পেয়েছি), সব একই দলের, নৌকার পক্ষের একজন করে পোলিং এজেন্ট পেয়েছি। বাদবাকি প্রার্থী বা অন্য কোনো লোকজন দেখতে পাইনি।

ভোটগ্রহণ শুরু হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর ভোটার উপস্থিতি সম্পর্কে সিইসি বলেন, ‘ভোট মাত্র শুরু হয়েছে। আশা করি ভোটার উপস্থিতি আরও বাড়বে। আমি একেবারে সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে গিয়েছিলাম। প্রত্যেকটা সেন্টারে আমি খবর নিয়েছি ভোট হয়েছে, অল্প অল্প, কোথাও ২৫টি কোথাও ৪১টি ভোট পড়েছে।’

ভোটের দিনে সারা দেশে হরতাল চলছে। দুই দিন আগে রাজধানীতে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার মতো নাশকতা করেছে দুর্বৃত্তরা। আজকের ভোটে এসব কিছুর প্রভাব পড়ছে কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘এটা আমি ঠিক করে বলতে পারব না, ভোটারদের ওপর প্রভাব পড়বে কি, পড়বে না? আমরা কেবল ভোটটা ম্যানেজ করছি। আর ভোটারদের কীভাবে এগিয়ে আসতে হবে, রিপ্লেস হবে, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।’

এর পর সাংবাদিকরা প্রশ্ন করেন, তার মানে কি আমরা এটাকে প্রতিদ্বন্দ্বীতাহীন নির্বাচন বলব? 

এমন প্রশ্নের জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘জিনিসটা হচ্ছে মানুষ ভোট দিবে। কিন্তু আমরা চেয়েছিলাম (সব প্রার্থীর) পোলিং এজেন্টও থাকুক। যদি কোনো রকম অনিয়ম হয় তাহলে যেন প্রতিপক্ষের আরেকজন পোলিং এজেন্ট সেটা প্রতিরোধ করতে পারে।’



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা