× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট দিয়ে সিইসি

ভোটারের উপস্থিতি কম কি বেশি, সে বিষয়ে কিছুই জানি না

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১০:৫৭ এএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১১:৩১ এএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ৭ জানুয়ারি সকালে রাজধানীর শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার কলেজে ভোটদান শেষে। প্রবা ফটো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ৭ জানুয়ারি সকালে রাজধানীর শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার কলেজে ভোটদান শেষে। প্রবা ফটো

‘ভোটারের উপস্থিতি কম কি বেশি, সে বিষয়ে আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোট দিয়ে গেছি এতটুকু জানি।’ ভোটের দিন সকালে এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রবিবার (৭ জানুয়ারি) রাজধানীর শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে সকাল ৮টা ৪০ মিনিটে ভোট দেন সিইসি। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমি এইমাত্র আমার ভোট প্রদান করেছি। আজকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভালো লাগছে যে ভোটগ্রহণ শুরু হয়েছে।’

ভোটার উপস্থিতি সম্পর্কে সিইসি বলেন, ‘ভোটারের উপস্থিতি কম কি বেশি, সে বিষয়ে আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোট দিয়ে গেছি এতটুকু জানি।’

সহিংসতার কারণে ভোটার উপস্থিতি কম কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এগুলো নিয়ে চিন্তাভাবনা করি না। আমার কাজ ভোট আয়োজন করা, কে ভোট দিতে আসবে কি আসবে না, সহিংসতা পরিস্থিতি কী হবে না হবে, জানি না। সহিংসতার বিষয়টি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।’

ভোটের প্রতি মানুষের আস্থা ফিরবে কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সেটা এ মুহূর্তে মন্তব্য করব না।’

অন্যদিকে ভোটারের উপস্থিতিসহ সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি নিজে সন্তুষ্ট কি না, এমন প্রশ্নের কোনো জবাব দেননি কাজী হাবিবুল আউয়াল।

৭ জানুয়ারি সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ২৯৯ আসনে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। দেশের ৪৪ নিবন্ধিত দলের মধ্যে ২৮টি ভোটে অংশ নিচ্ছে। বিএনপিসহ সমমনা ১৬টি দল ভোট বর্জন করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা