× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অগ্নিসন্ত্রাস ও মানুষ মারার রাজনীতি কঠোর হাতে দমন করার আহ্বান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ২০:১৫ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩ ২০:২৯ পিএম

রক্তধারা ৭১-এর বক্তারা নির্বাচন বর্জনের নামে সারা দেশে অগ্নিসন্ত্রাস ও মানুষ মারার রাজনীতি কঠোর হাতে দমন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রবা ফটো

রক্তধারা ৭১-এর বক্তারা নির্বাচন বর্জনের নামে সারা দেশে অগ্নিসন্ত্রাস ও মানুষ মারার রাজনীতি কঠোর হাতে দমন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রবা ফটো

মুক্তিযুদ্ধে শহীদদের উত্তরসূরিদের সংগঠন ‘রক্তধারা ৭১’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা নির্বাচন বর্জনের নামে সারা দেশে অগ্নিসন্ত্রাস ও মানুষ মারার রাজনীতি কঠোর হাতে দমন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে এমন অপরাজনীতি চলতে দেওয়া যায় না।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ছাত্র কমান্ড সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল পাশা চৌধুরী, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল আলম মুকুল, সহসভাপতি ফাহমিদা খানম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার, সংগঠক আনিস রহমান, তাপস সরকার, মহসিনুল হক, আইয়াজ মো. খান চঞ্চল, আমিনুল ইসলাম খোকা, ফরিদুজ্জামান, আব্দুল হামিদ প্রমুখ। 

তারা বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সন্তানরা সরকারের কাছে কখনোই ব্যক্তিগত আর্জি জানায়নি। তারা মনে করে তাদের পূর্বসূরিরা যে ত্যাগ স্বীকার করেছেন, তার কোনো বিনিময় হয় না। তবে তাদের দাবি, মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি। যে স্বীকৃতি তারা স্বাধীনতার ৫২ বছরেও পায়নি।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচনের কোনো বিকল্প নেই। বাংলাদেশ ৫০ বছরে একাধিকবার অনির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধারা নিগৃহিত হয়েছে, শহীদদের সন্তানরা অসম্মানিত হয়েছে। এর জবাব দেওয়ার জন্য আপনি আপনার ভোটটি দেবেন আপনার পছন্দের প্রার্থীকে। আর যারা নির্বাচন প্রতিহত করতে চায়, মানুষ হত্যা করছে, আমরা এই মানববন্ধন থেকে এর প্রতিবাদ জানাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা