প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১০:৪২ এএম
ঢাকা মেডিকেলে এক নারী ভুয়া চিকিৎসক আটক। প্রবা ফটো
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলার নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে একজন ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করেন হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা।
ওই নারী প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন, নীলক্ষেত থেকে চিকিৎসকদের ব্যবহারের এপ্রোন ও নকল আইডি কার্ড কিনে প্রায় এক মাস ধরে মেডিকেলে ঘোরাফেরা করছিলেন। এমনকি ঢাকা মেডিকেল থেকে বেসরকারি হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার কথাও স্বীকার করেন এই নারী। এ ছাড়াও ডাক্তারদের এপ্রোন পড়ে তাদের মোবাইলসহ অন্যান্য সামগ্রী চুরির কথাও স্বীকার করেন তিনি।
ঢামেকের আনসার সদস্যদের প্লটন কমান্ডার (পিসি) মো. উজ্জ্বল বেপারী বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহ হলে ঢাকা মেডিকেলের নতুন ভবনের আইসিইউতে দায়িত্বরত আনসারের এপিসি মো. জামান উদ্দিনের সহায়তায় ওই নারীকে আটক করি। পরে ভুয়া নারী চিকিৎসককে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘অভিযুক্ত ভুয়া নারী চিকিৎসককে আমাদের নারী আনসার সদস্যদের পাহারায় নিরাপত্তা হেফাজতে ৭ নম্বর রুমে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।