× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সচিবালয় এলাকার মেট্রোরেল স্টেশনের নাম ‘জাতীয় প্রেস ক্লাব স্টেশন’ করার দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩ ২১:১৩ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩ ২৩:১৯ পিএম

জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত।

জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত।

সচিবালয় এলাকার মেট্রোরেলের স্টেশনটির নাম পরিবর্তন করে ‘জাতীয় প্রেস ক্লাব স্টেশন’ করার দাবি জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সদস্যরা।

শুক্রবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় এ দাবি জানান তারা।

প্রেস ক্লাবের সদস্যরা জানান, মেট্রোরেল নির্মাণকালে জাতীয় প্রেসক্লাব অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে স্টেশনটির নাম ‘জাতীয় প্রেস ক্লাব স্টেশন’ করার জন্য বারবার দাবি উত্থাপন করা হয়েছে। এরপরও স্টেশনের নাম প্রেস ক্লাবের নামে নামকরণ করা হয়নি।

এ সময় স্টেশনটির নাম পরিবর্তনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সদস্যরা।

এছাড়া প্রেস ক্লাবে নতুন সদস্যপদ প্রদান, ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন, ক্লাবের সকল সদস্যকে কল্যাণ তহবিলের আওতায় আনা এবং সদস্যদের স্বাস্থ্যসেবা বৃদ্ধিসহ বিভিন্ন পরামর্শ দেন সদস্যরা।

অতিরিক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন, প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা বিধানে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আন্দোলনের নামে ট্রেনে বাসে আগুন দিয়ে মা ও শিশুসহ নিরীহ মানুষ হত্যা কোন সভ্য এবং গণতান্ত্রিক সমাজের কাজ হতে পারে না। এসময় তিনি সাংবাদিক সমাজের পক্ষ থেকে এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা