× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তথ্য ফাঁস ঠেকাতে ডিএমপির সব বেতারযন্ত্র ডিজিটাল প্রযুক্তির আওতায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ২০:০৬ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩ ২০:৩৯ পিএম

তথ্য ফাঁস ঠেকাতে ডিএমপির সব বেতারযন্ত্র ডিজিটাল প্রযুক্তির আওতায়

ডিএমপির বেতার যন্ত্রে (ওয়্যারলেস) কর্মকর্তাদের মধ্যে কথোপকথনের সময় তথ্য ফাঁস ঠেকাতে সব বেতারযন্ত্র ডিজিটাল প্রযুক্তির আওতায় আনা হয়েছে। ডিএমপি কমিশনার বেতার যন্ত্রের আধুনিকায়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

ডিএমপি থেকে জানানো হয়েছে, ঢাকা মেট্টোপলিটন পুলিশের তথ্য সেবা উন্নতিকরণ ও নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে চালু করা হয়েছে ডিজিটাল ওয়্যারলেস অপারেটিং সিস্টেম।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে ডিএমপি হেডকোয়াটার্সের সম্মেলন কক্ষে ডিজিটাল ওয়্যারলেস সিস্টেমের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এতদিন এ সিস্টেমে অ্যানালগ পদ্ধতি ব্যবহার হতো। 

উদ্বোধনকালে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ঢাকা মেট্টোপলিটন পুলিশের কিছু বেতারযন্ত্র অ্যানালগ ও কিছু বেতারযন্ত্র ডিজিটাল ছিল। অ্যানালগ থাকার কারণে কিছু তথ্য অন্য কারও হাতে চলে যেত। বিষয়টি নজরে আসার পর একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয়।

কমিশনার আরও বলেন, এখন থেকে সব বেতারযন্ত্র ডিজিটাল হওয়ার কারণে এই সিস্টেমে কেউ ইন্টারসেকশন করতে পারবে না। কোন সেট ব্যবহারকারী বা অন্য কোনো কর্মকর্তা ইই সেটের মাধ্যমে তথ্য ফাঁস করলে এই সিস্টেমে ধরা পড়ে যাবে। এ সময় ডিএমপি কমিশনার ওয়ারলেস ব্যবহারকারী সব কর্মকর্তাকে সর্তকভাবে এ প্রযুক্তি ব্যবহার করার নির্দেশ দেন। 

উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) একে এম হাফিজ আক্তার, ড. খন্দকার মহিদ উদ্দিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের কিছু নির্দেশনা নিয়ে ওয়্যারসেল কথোপকথন ফাঁস হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়। ওই ফাঁস তথ্য দিয়ে ডিএমপি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা