প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৪:০৪ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৪:১৩ পিএম
গুলিস্তানে মালঞ্চ পরিবহনের বাসে আগুন। ছবি : আরিফুল আমিন
বিএনপি ও সমমনাদের ডাকা হরতালের মধ্যে রাজধানীর গুলিস্তানে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টা ৪ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, গুলিস্তান জিপিওর সামনে বাসটিতে আগুন দেওয়া হয়। পুলিশের সহযোগিতায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়।
তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত ২৮ অক্টোবর সরকার পতনের দাবিতে সমাবেশ করার সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর থেকে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করে আসছিল বিএনপিসহ অন্য সমমনা দলগুলো।