× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির হরতাল

রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১০:১২ এএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১০:৫৯ এএম

রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। প্রবা ফটো

রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। প্রবা ফটো

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দলটির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে এ মিছিল করা হয়।

সরকার পতনের এক দফা ও তফসিল বাতিলের দাবিতে ডাকা এক দিনের হরতাল উপলক্ষে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর শান্তিনগর থেকে রাজারবাগ অভিমুখে মিছিল করেন তারা। এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, সহসাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি তারেক উজ জামান, মামুন বিল্লাহ, ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ঢাকা মহানগরী উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, কেন্দ্রীয় মহিলা দলের সহসম্পাদিকা ফাতেমা তুজ জোহরা মিতু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, জসিম শিকদার রানা, সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর ছাত্রদল, যুবদল ঢাকা মহানগরী দক্ষিণের সাবেক সদস্য এএসএম জাহিদ সাগর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রিয়াদ মো. ইকবাল হোসেন, রাফিজুল হাই রাফিজ, এবিএম মাহমুদ সরদার, মো. আরিফুল হক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, নাদির শাহ পাটোয়ারী, আতাউর রহমান খান, ফয়সাল আহম্মেদ সোহেল, আলি জাহ্ আহম্মেদ মিজান, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, নাসরিন রহমান পপি, আজিজুল হক জিয়ন, মিনহাজুল আবেদীন নান্নু, মাজহারুল ইসলাম মারুফ, সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন ইমন, সাদেক মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, সহসাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, সদস্য মাকসুদা মণি, আনিচুর রহমান খান, শারমিন সুলতানা রুমা, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, নিপা খান, সাবেক ছাত্রনেত্রী তানিয়া আকতার, মহানগর উত্তর ছাত্রদল নেত্রী জোবায়দা ইসলাম জেরিন, জয়া, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি শাহাবুদ্দিন ইমন, রাশেদুল আমিন, ঢাবি যুগ্মসম্পাদক রাজু আহমেদ, বিএম কাওসার- সাধারণ সম্পাদক ৭১ হল, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মাহমুদ ভূঁইয়া, আসাদুল ইসলাম সোহেল, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাহিদ, ছাত্রদলের সাবেক সদস্য ওমর ফারুক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম ইমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি আবদুল মমিন, বাগেরহাট জেলা যুবদল সহসভাপতি কাজী মনজুর রহমান প্রমুখ।

সোহেলের নেতৃত্বে মিছিল

হরতাল সফলে রাজধানীতে অন্য এক মিছিলে নেতৃত্ব দেন বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব  হাবিব-উন-নবী খান সোহেল।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে মিছিলটি শান্তিনগর মোড় থেকে কাকরাইল হয়ে নাইটিংগেল  মোড় পর্যন্ত যায়।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরী দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, রাশেদ সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা