× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয় দিবস উপলক্ষে সিএজি কার্যালয়ে রক্তদান কর্মসূচি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৬:০৮ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৬:১০ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান করেন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের কর্মকর্তারা। প্রবা ফটো

মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান করেন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের কর্মকর্তারা। প্রবা ফটো

মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে অডিট ভবনে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এ কার্যক্রম। এসময় বিভিন্ন গ্রুপের ৫৬ জন কর্মকর্তা ও দায়িত্বশীল স্বেচ্ছায় রক্তদান করেন।

উদ্বোধনী বক্তব্যে মো. নূরুল ইসলাম বলেন, শহিদদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশের পতাকাতলে। তাদের রক্তের ঋণ কোনোদিন শোধ হবার নয়।

এমন দিনে রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মানবিকতার দৃষ্টিকোণ থেকে রক্তদান একটি মহৎ সেবার কাজ।  সিএজির পক্ষ থেকে আমরা আগত সেবাগ্রহীতাদের যথাযথ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এভাবেই যার যার অবস্থান থেকে নিজ দায়িত্ব সঠিকভাবে পালনকে সেবা হিসেবে নিতে পারলে মূলত তা দেশের স্বার্থে, মানবতার স্বার্থেই কাজ করা হবে।

জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে তিনি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান। 

অনুষ্ঠানে শহিদ বুদ্ধিজীবী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হিসাব মহানিয়ন্ত্রক ফাহমিদা ইসলাম, ডেপুটি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (এ এন্ড আর) এস এম রেজভীসহ নিরীক্ষা ও হিসাব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা