× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, মৃত বেড়ে ৪

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ১৪:৩২ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩ ১৪:৪২ পিএম

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুম মিয়া।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুম মিয়া।

রাজধানীর মহাখালীর রয়েল পেট্রোল পাম্পে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুম মিয়া। এ নিয়ে বিস্ফোরণে চারজনের মৃত্যু হলো।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাসুমের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালিও পুড়ে গিয়েছিল।

গত ৬ ডিসেম্বর রাতে মহাখালীর রয়েল পেট্রোল পাম্পে বিস্ফোরণ ঘটে। রাতেই দগ্ধ অবস্থায় আটজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

পরদিন বৃহস্পতিবার খায়ের গাজী নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসক জানান, তার শরীরের ১৫ শতাংশ বার্নসহ বিভিন্ন ইনজুরি ছিল। এরপর গতকাল রবিবার রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. সালাউদ্দিন। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

আজ সোমবার সকালে আমির হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল। তার গ্রামের বাড়ি চাঁদপুর। তার কয়েক ঘণ্টা পর মারা গেলেন মাসুম মিয়াও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা