× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, ব্যাংক কর্মকর্তাসহ আহত ২

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ২১:৪৯ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ২২:২৮ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধের আগের রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফার্মভিউ সুপার মার্কেটের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এমদাদুল হক খান ও সামিট গ্রুপের প্রকৌশলী নাজমুস শাহাদাত প্রতীক।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সরোয়ার আলম খান জানান, ফার্মগেট এলাকায় সব সময় জনসমাগম বেশি থাকে। এই সুযোগে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

তিনি বলেন, ‘যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। আহত একজন মাথায় ও অন্যজন পেটে আঘাত পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।’

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন শাখা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতদের পথচারীরা উদ্ধার করে প্রথমে আল রাজী হাসপাতালে নিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা