প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ২১:১০ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ২২:১৮ পিএম
প্রবা ফটো
ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৃথক ফ্লাইটে দুবাই থেকে আসা চারজনের কাছ থেকে প্রায় সাত কেজি সোনা উদ্ধার করা হয়েছে। তাদের পায়ুপথে এসব স্বর্ণ পাওয়া যায় বলে জানিয়েছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
এর আগে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও এনএসআই এবং ঢাকা কাস্টমসের এক বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।
জব্দকৃত স্বর্ণের মধ্যে রয়েছে পেস্ট ফর্মের গোল্ড, গোল্ড বিস্কুট এবং স্বর্ণের অলংকার।
জিয়াউল হক বলেন, ‘ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন মো. আলী হোসেন। অ্যামিরেটস এয়ারলাইন্সে আসেন জসীম উদ্দিন, লিটু মিয়া ও মোহাম্মদ জুম্মন খান। এই চার যাত্রী বিমানবন্দরে অবতরণ করার পর এপিবিএন, এনএসআই ও কাস্টমস যৌথ আভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেভাজন যাত্রীদেরকে শনাক্ত করে তাদেরকে আটক করা হয়। পরে উত্তরায় অবস্থিত হলি ল্যাব ডায়গনেস্টিক সেন্টারে পাঠিয়ে এক্সরে করলে তাদের পায়ুপথে স্বর্ণ পাওয়া যায়।’
তিনি বলেন, ‘ওই যাত্রীদের মধ্যে আলী হোসেনের কাছ থেকে ৩টি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড ও গোল্ড বিস্কুট এবং অলংকারসহ ১ কেজি ৯৪ গ্রাম সোনা পাওয়া যায়। জসীম উদ্দিনের কাছ থেকে ৯টি ডিম্বাকৃতির ১ হাজার ৯৫০ গ্রামের পেস্ট গোল্ড, গোল্ড বিস্কুট এবং অলংকারসহ ২ কেজি ১৬৪ গ্রাম সোনা পাওয়া যায়। এ ছাড়া মোহাম্মদ জুম্মন খানের কাছ থেকে ১ হাজার ৫৩৪ গ্রাম সোনা পাওয়া যায়। লিটু মিয়ার কাছ থেকে ২ হাজার ১৬৪ গ্রাম সোনা পাওয়া যায়। সবমিলে আসামিদের কাছ থেকে উদ্ধার করা ৭ কেজি সোনার দাম ৭ কোটি টাকারও বেশি। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’