× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাকশনএইডের গবেষণা

জলবায়ুর চেয়ে জীবাশ্ম জ্বালানিতে ২০ গুণ বেশি অর্থায়ন বৈশ্বিক ব্যাংকের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ০৯:৫২ এএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ১১:০৩ এএম

জলবায়ুর চেয়ে জীবাশ্ম জ্বালানিতে ২০ গুণ বেশি অর্থায়ন বৈশ্বিক ব্যাংকের

জলবায়ু পরিবর্তনসংক্রান্ত প্যারিস চুক্তি (২০১৫) গৃহীত হওয়ার পর থেকে গত আট বছরে গ্লোবাল সাউথের জীবাশ্ম জ্বালানি শিল্পে বৈশ্বিক ব্যাংকগুলো আনুমানিক ৩ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে। অথচ এই সময়ে বৃহত্তম শিল্প তথা কৃষিপ্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করেছে মাত্র ৩৭০ বিলিয়ন মার্কিন ডলার। বেসরকারি সংস্থা অ্যাকশনএইডের নতুন এক গবেষণায় এসব তথ্য তুলে ধরা হয়।

অর্থায়ন করা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে এইচএসবিসি, বিএনপি পেরিবাস, সোসিয়েট জেনারেল, বার্কলেইস, আমেরিকার বৃহৎ তিনটি ব্যাংক সিটি গ্রুপ, জেপিমর্গান চেস, ব্যাংক অব আমেরিকা ইত্যাদি।

বুধবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ক্লাইমেট জাস্টিস অ্যান্ড মিডিয়া’ রিপোর্টিং শীর্ষক কর্মশালায় এসব তথ্য উপস্থাপন করা হয়। ৩০ জন পরিবেশ বিষয়ক সাংবাদিকের অংশগ্রহণে কর্মশালাটির আয়োজন করে অ্যাকশনএইড বাংলাদেশ।

গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়, জলবায়ু সংকটের প্রথম সারিতে থাকা দেশগুলোকে জলবায়ু অর্থায়ন হিসেবে গ্লোবাল নর্থ সরকারগুলো যে পরিমাণ অর্থ দিয়েছে এসব ব্যাংক গ্লোবাল সাউথের জীবাশ্ম জ্বালানিতে তার চেয়ে বেশি অর্থ দিয়েছে; যা বার্ষিক গড় হিসাবে ২০ গুণের বেশি। 

সেখানে বলা হয়, গ্লোবাল সাউথ ২০১৬-২০২২ পর্যন্ত জীবাশ্ম জ্বালানি এবং শিল্পায়িত কৃষিতে ব্যাংকগুলোর সম্মিলিত বার্ষিক অর্থায়ন ৫১৩ বিলিয়ন। এ অঞ্চলে ২০২০ সালে জলবায়ু পরিবর্তনের কারণে ২২ দশমিক ২৫ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

প্রথম আলোর বিশেষ প্রতিনিধি গোলাম ইফতেখার মাহমুদের সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালায় বক্তব্য দেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির, বোর্ড অব মেম্বার মিরাজ আহমেদ চৌধুরী, রেজিলেন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস ম্যানেজার মোহাম্মদ মাহমুদুল হাসান, এফজিআইআইআই প্রজেক্ট ম্যানেজার মো. আবুল কালাম আজাদ, ব্র্যাকের হেড অব ক্লাইমেট ব্রিজ ফান্ড সেক্রেটারিয়েট মো. গোলাম রাব্বানি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরোপ্রধান শামসুদ্দীন ইলিয়াস প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা