প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ২১:২০ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ২১:৫১ পিএম
যাত্রাবাড়ী এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃ্ত্তরা। প্রবা ফটো
বিএনপি-জামায়াতের ডাকা ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টা অবরোধের আগের রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মঙ্গলবার (২১ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে বাসে আগুন দেওয়া হয়েছে। এ সময় একজন আহত হয়েছে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়। এ ঘটনায় একজন আহত হয়েছে।
নির্বাচনের তফসিল বাতিল ও সরকার পতনের এক দফা দাবিতে ষষ্ঠবারের মতো ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও জামায়াত। বুধবার অবরোধের প্রথম দিন।