প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ০৯:০২ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১০:৪৭ এএম
প্রতীকী ছবি
রাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ নভেম্বর) রাতে গুলিস্তানের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
মৃত যুবকের নাম মো. আকরাম।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে গিয়ে গুলিস্তান জিরো পয়েন্টে এক যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, এ যুবক ভবঘুরে প্রকৃতির ছিল। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। তার নাম ছাড়া কিছু জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ট্রাকটি পালিয়ে গেছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।