× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহরের সমস্যা সমাধানে যুবসমাজের অংশগ্রহণ চান মেয়র আতিকুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ২০:৫৯ পিএম

গ্লোবাল ইয়ুথ সামিট-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম। প্রবা ফটো

গ্লোবাল ইয়ুথ সামিট-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম। প্রবা ফটো

শহরের সমস্যা সমাধানে যুবসমাজকে অংশগ্রহণের আহবান জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেছেন, তিনি চান যুবসমাজের প্রত্যেকে একেকজন মেয়রের ভূমিকা রাখবেন। শহরের কোথাও সমস্যা দেখলে সিটি করপোরেশকে জানাবেন। সমস্যা দেখলে ‘সবার ঢাকা’ অ্যাপে অভিযোগ জানানোর আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘কথা দিচ্ছি দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘কিছুদিন আগে কয়েকজন যুবক মিলে মোহাম্মদপুরে খালের ময়লা পরিষ্কার করে ফেলেছে। যুবকরা দেখিয়ে দিয়েছে খাল হবে, খালে মাছ চাষ হবে, খাল দখলমুক্ত হবে। অসাধারণ উদ্যোগ। তরুণরা এভাবে এগিয়ে আসো। তোমরা আমার সাথে থাকলে এই শহরের সকল খাল-মাঠ অবৈধ দখল ও দূষণমুক্ত করব ইনশাআল্লাহ।’

শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর বিজয় সরণি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে দ্য আর্থ এবং ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত গ্লোবাল ইয়ুথ সামিট-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ডিএনসিসি (ঢাকা উত্তর সিটি করপোরেশন) মেয়র। তিনি বলেন, ‘ঢাকায় একসময় ৬৩টি খাল ছিল। আমরা গত দুই বছর আগে ওয়াসা থেকে মাত্র ২৯টি খাল বুঝে পেয়েছি। সেগুলোও অবৈধ দখলে। ঢাকা শহরে প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৪৯ হাজার মানুষের বসবাস। যদি আমরা প্রশ্ন করি এত নাগরিকের মধ্যে আসলে সুনাগরিক কত জন! নগরের জন্য সুনাগরিকের বিকল্প নেই।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘বনানীতে দুটি মাঠে ক্ষমতাবান বড়লোকরা চেয়েছিলেন তাদের গাড়ি রাখার জন্য পার্কিং হবে। কিন্তু আমি সেটি হতে না দিয়ে খেলার মাঠ নির্মাণ করে দিয়েছি। কোনো মাঠ অবৈধ দখলে থাকলে আমাকে জানাও। যুবকদের সঙ্গে নিয়ে দখলমুক্ত করব। গুলশান-বারিধারায় ধনী লোকেরা বসবাস করে। তারা তাদের বাড়ির পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে দিয়ে খাল দূষণ করছে। আমরা অভিযান করে অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। সবাইকে সচেতন হতে হবে। শহরকে ভালোবাসতে হবে।’

জলবায়ু পরিবর্তনের ফলে ঢাকাসহ পুরো দেশ চ্যালেঞ্জের মুখে রয়েছে উল্লেখ করে মেয়র বলেন, ক্লাইমেট চেঞ্জ, কোভিড এবং কনফ্লিক্ট—তিনটি সি-এর কারণে পুরো বিশ্ব আজ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হচ্ছে, ফিলিস্থিনের গাজায় যুদ্ধ হচ্ছে। যুদ্ধে যে বিপুল অর্থ ব্যয় হচ্ছে এই অর্থ যদি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যবহার হতো তবে পৃথিবী অনেক সুন্দর ও নিরাপদ হয়ে যেত। 

ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সদস্য সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি কো-অর্ডিনেটর মো. আখতার হোসেন, প্রফেসর ড. কাজী মারুফুল ইসলাম, দ্য আর্থের প্রধান নির্বাহী মোহাম্মদ মামুন মিয়া প্রমুখ অনুষ্ঠানে ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা