× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের আমন্ত্রণে গিয়ে প্রতারক গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ২০:২৯ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ২০:৪৮ পিএম

গ্রেপ্তার রফিকুল হক মিঞা।

গ্রেপ্তার রফিকুল হক মিঞা।

চায়ের আমন্ত্রণ দিয়ে ‘সিনিয়র সহকারী সচিব’ পরিচয় দেওয়া রফিকুল হক মিঞা নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ নভেম্বর) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতারক রফিকুল মিরপুর মধ্য পীরেরবাগের বাসিন্দা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। কিন্তু নিজেকে সিনিয়র সহকারী সচিব হিসেবে পরিচয় দেন বলে জানায় পুলিশ।

ওসি বলেন, ’রফিকুল ৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) উপপরিচালক পদে কর্মরত আছেন বলে দাবি করতেন। তিনি এনটিএমসির পরিচালক পরিচয়ে ভিজিটিং কার্ডও বানিয়েছেন। থানায় কোনো প্রয়োজন হলে তার ভিজিটিং কার্ড দেখালে ‘কাজ হয়ে যাবে’ বলে সবাইকে আশ্বস্ত করতেন। তার এমন কথা বিশ্বাস করেই বৃহস্পতিবার রাতে সেই ভিজিটিং কার্ড নিয়ে মিরপুর জোনের এডিসি মাসুক মিয়ার কাছে আসেন আনু মিয়া নামের এক ব্যক্তি।’

তিনি বলেন, ’রফিকের ভুয়া ভিজিটিং কার্ড দেখে সন্দেহ হলে তাকে চা পানের আমন্ত্রণ জানিয়ে অফিসে ডাকা হয়। রফিক সেখানে যাওয়ার পর তার পরিচয়, কর্মস্থলসহ বিভিন্ন বিষয়ে জানতে চাইলে তিনি অসংলগ্ন কথা বলা শুরু করেন। পরে তার কথিত কর্মস্থলে যোগাযোগ করা হলে এই নামে কেউ নেই বলে সেখান থেকে জানানো হয়। একপর্যায়ে রফিক মিথ্যা পরিচয়ে প্রতারণার কথা পুলিশের কাছে স্বীকার করেন।’

মোহাম্মদ মহসীন বলেন, ’বৃহস্পতিবার রাতে পুলিশের অতিরিক্ত উপকমিশনারের (এডিসি-মিরপুর জোন) অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিরপুর থানার এসআই সজিবুর রহমান প্রতারণা ও সরকারি কর্মকর্তার মিথ্যা পরিচয় দেওয়ার অভিযোগে একটি মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা