প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ০১:০০ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ১০:৫৮ এএম
হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক। সংগৃহীত ছবি
হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে গ্রেপ্তার করার জন্য বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান-২-এর ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসায় যান র্যাব সদস্যরা।
তবে গ্রেপ্তার কিংবা আইনের আওতায় আনতে গেলে আত্মহত্যার হুমকি দেন আদম তমিজী। এমনকি তিনি গায়ের জামা খুলে ফেলেন ও নিজের স্ত্রীকেও হত্যার হুমকি দেন। পরে র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার না করে নজরদারির মধ্যে রাখেন।
রাতে সাংবাদিকদের এসব তথ্য জানান র্যাব-১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ।
তিনি বলেন, আদম তমিজী হকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। নিয়ম মেনে তাকে গ্রেপ্তার করতে গেলে আত্মহত্যার হুমকি দেন। একই সময় নিজের স্ত্রীকে হত্যার হুমকিও দেন। সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ।
রাত ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তমিজী হকের বাড়ির কাছাকাছি অবস্থান করছিল র্যাব।