প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ০০:৪৪ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ১১:১৩ এএম
প্রত্যক্ষদর্শীদের দেওয়া ভিডিও থেকে নেওয়া ছবি
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের পুলিশবক্সে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিসংযোগ করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। তারা ঘটনার একটি ভিডিও দেন।
জানা গেছে, অগ্নিসংযোগের সময় তিন পুলিশ সদস্য বক্সে ডিউটি করছিলেন।
তবে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ আগুনের খবর পায়নি বলে জানিয়েছে।
শাহবাগ থানা পুলিশ বলছে, বিষয়টি সম্পূর্ণ গুজব। কে বা কারা এসব গুজব ছড়াচ্ছে তারা জানেন না। কর্তব্যরত পুলিশ তাদের আইনের আওতায় আনার কথাও বলে।