× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলশানে আদম তমিজি হকের বাসায় র‌্যাবের অভিযান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ০০:৩৭ এএম

হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক। ছবি : সংগৃহীত

হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক বহুল আলোচিত ব্যবসায়ী আদম তমিজি হকের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে গুলশান-২ এর ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসায় র‍্যাব ঘিরে ফেলে। পরে অভিযান চালায় তারা।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, আদম তমিজি হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন এমন খবরের পর তার বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব।

গত ১৩ নভেম্বর দিবাগত রাত ১২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই ব্যবসায়ী। 

ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের প্রধান উপদেষ্টা আদম তমিজি হক গত ১৬ সেপ্টেম্বর তার বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলেন-এমন একটি ভিডিও ওইদিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বিষটিকে দেখা হয় দেশের সার্বভৌমত্বে আঘাত হিসেবে।  

পাসপোর্ট পোড়ানো সেই ভিডিওতে আদম তমিজি হক বলেছিলেন, ‘আমি আদম তমিজি হক বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা ছিলাম। আওয়ামী লীগ আমার ১ হাজার কোটি টাকা মেরে দিয়েছে। আমাকে দেশছাড়া করেছে। আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর চেষ্টা করছে। যার কারণে আমি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলাম। আমার এ দেশের নাগরিকত্ব আর চাচ্ছি না। কারণ এ দেশের নাগরিক হওয়ার যোগ্যতা আমার নেই। আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে আপনারা বুঝে নিয়েন কারা আমার এই ক্ষতি করছে।’

এ ছাড়া ১৫ সেপ্টেম্বর থেকে ফেসবুকে একের পর এক পোস্ট দেন তিনি। সেখানে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ও নুরুল ইসলাম নুরুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আদম তমিজি হক।

এ ঘটনার পর টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন স্থানে আদম তমিজি হকের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই ঘটনার পর দেশের বাইরে চলে যান তমিজি হক। 

গত সোমবার রাতে আদম তমিজি দেশে ফেরেন। দেশে ফিরে নিজের ফেসবুকে লেখেন, ‘যাই হোক অতিরিক্ত আবেগের বশবর্তী হয়ে আমার পাসপোর্ট পোড়ানো সঠিক হয়নি। আপনারা সকলে এই বিষয়টি স্বাভাবিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে অনুরোধ জানাচ্ছি। আমি প্রিয় জন্মভূমি বাংলাদেশকে অনেক ভালোবাসি।’ সোমবার দিবাগত রাত পৌনে ২টার সময় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমা চান আদম তমিজী হক।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা