প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৬:৩০ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ২২:০৮ পিএম
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। প্রবা ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও শান্তি সমাবেশে অবরোধের প্রতিবাদ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সারা দেশে তারা পূর্বঘোষিত এই কর্মসূচি পালন করেন। রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকেই অবস্থান নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা অবরোধবিরোধী ও নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে স্লোগান দেন। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় তারা একই কর্মসূচি পালন করেন।
সুনামগঞ্জে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিএনপি তফসিল প্রত্যাখ্যান করবে তা আগেই বলেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে তাড়িয়ে অন্যভাবে ক্ষমতায় আসতে চায় বিএনপি। নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপি স্বস্তিবোধ করে না। এটা তো নতুন কোনো বিষয় নয়। নির্বাচন অবশ্যই সময়মতো হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তফসিলকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবেন এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, এত দূর যাওয়ার দরকার কী? পাশেই তো বুড়িগঙ্গা আছে। কাগজ ভাসাবার জন্য তো বঙ্গোপসাগর লাগে না। এক টুকরো কাগজ বাড়ির পুকুরেও ফেলা যায়। এগুলো কথার কথা।
রাজধানীর গাবতলীতে যুবলীগের অবস্থান কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপির নির্বাচনে আসার মুখ নেই। তারা জনগণের কাছে কী বলে ভোট চাইবে? তাদের নির্বাচনে আসার সাহস নেই। সেজন্য তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। জনগণ তাদের (বিএনপি) প্রত্যাখ্যান করেছে বলেই তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।
নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন।
যশোরের বন্দর নগরী নওয়াপাড়ায় অবরোধের কোনো প্রভাব পড়েনি জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল বলেন, বিরোধী দলের ডাকা অবরোধের কোনো প্রভাব পড়েনি নওয়াপাড়ায়। প্রতিদিনের মতো বাজারের সকল দোকানপাট খোলা ছিল। যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সব সময় সতর্ক অবস্থায় ছিলেন। অভয়নগরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
রংপুরে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে কোতোয়ালি থানা আওয়ামী লীগ। নগরীর শাপলা চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। একই সময় তফসিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাগ্বিতণ্ডা শুরু হলে বাসদের এক নেতাকে আটক করা হয়। পরে তাকে ছেড়ে দেয় পুলিশ।
নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল আনন্দ শোভাযাত্রা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ
তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল ও বিএনপির অবরোধের প্রতিরোধ করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত হয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী। সুনামগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিকসহ অন্তত আটজন আহত হয়েছেন। ঝালকাঠি শহরে অবরোধবিরোধী মহড়া চলাকালে যুবলীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকালে শহরের পোস্ট অফিস সড়কে এ ঘটনা ঘটে। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনসহ চারজন আহত হন।