প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ২১:২৬ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ২২:৩১ পিএম
মানারাত বিশ্ববিদ্যালয়ের আগুনে পুড়ে যাওয়া বাস। প্রবা ফটো
রাজধানীর মিরপুর-১ ও ১০ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি ও বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টা ও ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাত ৮টা ৪৫ মিনিটে বাসে অগ্নিকাণ্ডের সংবাদে কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট বিআরটিসির বাসের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’