× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে টিসিবির ট্রাকসেল

আলুর কেজি ৩০ ও ৫০ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ১৪:০৪ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ১৪:৪৬ পিএম

রাজধানীর ৩০টি পয়েন্টে সাশ্রয়ী দামে আলু, পেঁয়াজ, ডাল ও তেল বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রবা ফটো

রাজধানীর ৩০টি পয়েন্টে সাশ্রয়ী দামে আলু, পেঁয়াজ, ডাল ও তেল বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রবা ফটো

রাজধানীর ৩০টি পয়েন্টে সাশ্রয়ী দামে আলু, পেঁয়াজ, ডাল ও তেল বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে ভ্রাম্যমাণ ট্রাকসেলের মাধ্যমে এসব পণ্য বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে এক কেজি আলু কিনতে ৩০ টাকা ও পেঁয়াজ কিনতে ব্যয় হবে ৫০ টাকা। টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা ছাড়াও যেকেউ এসব পণ্য কিনতে পারবে।

মঙ্গলবার সকালে কারওয়ান বাজারে ভবনের সামনে এই ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আরিফুল হাসান প্রমুখ।

তপন কান্তি ঘোষ বলেন, ‘প্রতিদিন রাজধানীর ৩০টি পয়েন্টে ৯ হাজার মানুষের মধ্যে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতি লিটার তেল ১০০টাকা করে দুই লিটার তেল, প্রতি কেজি ডাল ৬০ টাকা করে দুই কেজি ডাল, প্রতি কেজি আলু ৩০ টাকা করে ও প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা করে মোট ৬ কেজি এবং দুই লিটার তেলসহ পুরো প্যাকেজটিতে ব্যয় হবে ৪৮০টাকা।’

মো. আব্দুর রহমান নামের এক ক্রেতা বলেন, ‘প্রায় অর্ধেক দামে পণ্যগুলো পাওয়া গেছে। এতে আমাদের কিছু খরচ কমেছে।’

বাণিজ্য সচিব বলেন, ‘২০২২ সালের মার্চ মাস থেকে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে। ঢাকায় অনেক ভাসমান মানুষ আছে যাদের এখনও কার্ডের আওতায় আনা যায়নি। তাদের সম্পৃক্ত করতেই এই আয়োজন। এ কার্যক্রম আগামী দুই মাস চলবে। সরবরাহ স্বাভাবিক হলে আরও সময় বাড়ানো হবে। পণ্য সংগ্রহের কাজ চলছে। প্রয়োজনে জায়গা বাড়ানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা