প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ১৩:১৬ পিএম
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে ১২ নভেম্বর রাতে প্রত্যয় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন।
তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
এএসপি আল আমিন বলেন, মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় প্রত্যয় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি গাবতলী থেকে বাবুবাজার রুটে চলাচল করে।
ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ছয় জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।