প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ২২:২৩ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ২৩:০৪ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর মগবাজার মোড়ে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। রবিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকের এ ঘটনায় কেউ আহত হয়নি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০ জনের একটি দল মগবাজার মোড়ে ডিউটি পালন করছিল। হঠাৎ করে মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল ছোড়া হয়।
মগবাজার মোড়ের চা বিক্রেতা মমতাজ মিয়া জানান, এক মিনিটের ব্যবধানে ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পুলিশের পাশে সেগুলো বিস্ফোরিত হয়। এ ঘটনার পর মগবাজারে আরও পুলিশসহ মোতায়েন করা হয়েছে।