প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৯:১৩ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ২০:১৬ পিএম
রাজধানীতে ২৮ মিনিটের ব্যবধানে দুই বাসে আগুন দেওয়া হয়। রবিবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে মিরপুরে। প্রবা ফটো
সন্ধ্যা গড়াতেই রাজধানীতে দুই বাসে আগুন দেওয়া হয়েছে। রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ২৮ মিনিটের ব্যবধানে বাংলামোটর এলাকা ও মিরপুরে এই ঘটনা ঘটে।
বিএনপি-জামায়াতের দ্বিতীয় ধাপের অবরোধের প্রথম দিনের সকাল ৬টা থেকে (রাত ৮টা পর্ন্ত) চারটিবাসসহ পাঁচটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সংস্থাটি জানায়, রবিবার সন্ধ্যায় সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন দেওয়া হয়। ২৮ মিনিট পর ৬টা ৫৮ মিনিটে মিরপুরে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।
এছাড়াও রবিবার সকাল থেকে সারা দেশে আরও দুইটি বাসসহ তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়। এর মধ্যে সকাল ৬টা ২৪ মিনিটে গাজীপুরে একটি বাসে, বেলা ১১টা ৫০ মিনিটে খাগড়াছড়ি সদরে একটি মিনি ট্রাকে ও বিকাল ৩টা ৪২ মিনিটে মিরপুরে বাংলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে (চৈতালি) আগুন দেওয়া হয়।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত সপ্তাহে এক দিন হরতাল ও টানা তিন দিন সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি। রবিবার থেকে আবার তাদের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। এই কর্মসূচি শুরুর আগের দিন গতকাল শনিবার সন্ধ্যার পর থেকেই ঢাকায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
অবরোধের আগে শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত অন্তত ১২টি যানবাহনে আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকায় ছিল সাতটি। এছাড়া নারায়ণগঞ্জ, গাজীপুর, সিরাজগঞ্জ, বরিশাল ও রংপুরে একটি করে বাস পোড়ানো হয়।