প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৪:৩৩ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৫:৪৭ পিএম
পুলিশের হাতে আটক ছাত্রদল নেতা। সংগৃহীত ফটো
বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে রাজধানীতে পুলিশের ওপর ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছে। এ ঘটনায় ককটেলসহ এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (৫ নভেম্বর) সকালে উত্তরায় হাউজ বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটেছে। এদিন দুপুর দেড়টায় বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম।
ওসি মাসুদ আলম জানান, হাউজ বিল্ডিং এলাকায় মমতাজ মহলের সামনে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল বাবুর নেতৃত্বে একটি মিছিল থেকে পুলিশকে ককটেল নিক্ষেপ করা হয়। এতে পুলিশের তিন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে গাজীপুর মহানগর ছাত্রদলের সহসভাপতি জিএম হাসানকে আটক করেছে পুলিশ।
তিনি আরও জানান, এ সময় জিএম হাসানের কাছে থেকে একটি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে।