মেট্রোরেল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১২:৫৪ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৩:২৪ পিএম
আগারগাঁও-মতিঝিল রুটে চলছে মেট্রোরেল। ছবি : সংগৃহীত
যানজটের শহর ঢাকায় মাত্র ৩০ মিনিটে উত্তরা থেকে মতিঝিল আসা যাবে এটা কেউ কল্পনাও করেনি। তবে স্বপ্নের মেট্রোরেল এ কল্পনাকে বাস্তবে পরিণত করেছে। সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার (৫ নভেম্বর) সকালে এত কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা।
গতকাল শনিবার উদ্বোধন হয়েছে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের। এর আগে গত ২৮ ডিসেম্বর উদ্বোধন হয় উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের।
মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল আসেন শরিফুল ইসলাম। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘প্রতিদিন হাতে এক থেকে দেড় ঘণ্টা সময় নিয়ে বের হই। আজও একই সময় নিয়ে বের হয়েছি। কিন্তু সকাল ৮টায় চলে এসেছি। সময় লেগেছে আধাঘণ্টার মতো। এভাবে সময় বাঁচলে অনেক কাজ করা যাবে।’
একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘আজকেই প্রথম মেট্রোতে উঠলাম। আগারগাঁও থেকে মতিঝিল আসতে ২০ মিনিটের মতো লেগেছে। ঢাকায় এত কম সময়ে যাতায়াত সাধারণত ঈদের ছুটি ছাড়া হয় না।’
সানজিদা ইসলাম নামের অপর একজন ব্যাংকার বলেন, ‘মেট্রোরেল আমাদের জীবনকে কীভাবে বদলে দিবে আজ তার একটা ধারণা পাওয়া গেল। প্রতিদিন অফিসে আসা যাওয়ার জন্য তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় হাতে রাখতে হতো। এখন সেটা যদি আধাঘণ্টায় হয়। তবে অনেক কিছুই সহজ হয়ে যাবে।’
মেট্রোরেলের উত্তরা মতিঝিল রুট চালু হওয়ার পর আজই প্রথম যাত্রী চালাল করছে। প্রথম ট্রেনটি উত্তরা থেকে সকাল ৭টা ৩০ মিনিটে ছেড়েছে এবং ৮টা ২ মিনিটে মতিঝিল পৌঁছেছে।