প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১১:১৬ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১২:১৩ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় অছিম পরিবহনের একটি বাসকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। গাড়িতে আগুন লাগা মাত্র চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে ফেলে দেয় বাসটি। এতে গাড়িচালক সবুজ দগ্ধ হয়েছেন। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
সবুজের স্ত্রী রাশেদা বলেন, ‘আমার স্বামী অছিম পরিবহন বাসে চালক হিসেবে কর্মরত আছেন। আজ সকাল ৭টার দিকে খিলগাঁও বনশ্রী তিন নম্বর ওয়ার্ড গরুর হাট সংলগ্ন এলাকায় তার বাসে আগুনের ঘটনা শুনতে পাই। পরে ঘটনাস্থলে গিয়ে বাস থেকে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানা এলাকায়। বর্তমানে মেরুল বাড্ডা এলাকায় পরিবার নিয়ে থাকি।’
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, খিলগাঁওয়ে বনশ্রী এলাকা থেকে সবুজ নামে এক গাড়িচালক দগ্ধ হয়ে ভর্তি হয়েছেন। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে, অবস্থা আশঙ্কাজনক।
খিলগাঁও থানার পেট্রোল পরিদর্শক ইউসুফ আলী চৌধুরী বলেন, এ সময় বাসে কোনো যাত্রী ছিল না। দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।