প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১১:১২ এএম
বিএনপি নেতা ব্যারিস্টার অসীম। ফাইল ছবি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে অসীমের ধানমন্ডির বাসা ঘিরে ফেলে তারা। এরপর বাসার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় প্রায় ঘণ্টাব্যাপী বাসার বিভিন্ন কক্ষে অসীমের খোঁজ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, অভিযানকালে অসীমের বাসায় তার স্ত্রী-সন্তানরা অবস্থান করলেও তিনি নিজে বাসায় ছিলেন না।