প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১০:৪১ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৩:০৭ পিএম
সদরঘাটে যাত্রী সংকটে ফাঁকা টার্মিনাল। প্রবা ফটো
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার দ্বিতীয় দফার অবরোধেও সদরঘাটের লঞ্চ চলাচল চালু রয়েছে। তবে যাত্রী সংকটে লঞ্চ চলাচল স্বাভাবিকের চেয়ে এক তৃতীয়াংশে নেমে এসেছে। উদ্বেগ-শঙ্কায় অনেকটা যাত্রীশূন্য রাজধানীর প্রধান নদী বন্দর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা।
রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, অন্য সময়ে সদরঘাটের যাত্রীর চাপ থাকলেও আজ যাত্রীর সংখ্যা একেবারেই নগন্য। যেসব যাত্রী অবরোধেও লঞ্চে পাড়ি জমাচ্ছেন তাদের মধ্যেও উদ্বেগ-শঙ্কা কাজ করছে। অবরোধের কারণে টার্মিনাল এলাকায় অনেকটা জনশূন্যতা বিরাজ করছে। দীর্ঘক্ষণ পরপর লঞ্চ ছাড়লেও নেই তেমন যাত্রী উপস্থিতি।
গত দুই দিন অবরোধ না থাকায় সদরঘাটে ছিল যাত্রীদের সরব উপস্থিতি। নিয়মিতভাবেই চলেছে বিভিন্ম রুটের লঞ্চ। তিন দিনের অবরোধ শেষে স্বস্তি ফিরেছিল সদরঘাটে। তবে দ্বিতীয় দফার অবরোধে পাল্টেছে সেই চিত্র। আবারও যাত্রী সংকটে লঞ্চ চলাচল নেমে এসেছে এক তৃতীয়াংশে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউওটিএ) সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০টা পর্যন্ত চাঁদপুরগামী তিনটি লঞ্চ ছেড়ে গেছে। অন্য রুটেও মাত্র কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে। সেগুলোতেও ছিল না যাত্রীদের তেমন উপস্থিতি। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কয়েকটি লঞ্চ ঘাটে ভিড়লেও ছিল না যাত্রীর চাপ।
লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, লঞ্চ চলাচল করছে। তবে যাত্রী একেবারেই কম। গত দুই দিন অবরোধ না থাকায় কিছু যাত্রী ছিল। আজ যাত্রী নেই বললেই চলে। যেসব রুটে আগে নিয়মিত ২-৩টি লঞ্চ চলতো সেসব রুটে হয়তো ১টি করে লঞ্চ চলবে। আসলে লঞ্চ কতগুলো চলবে সেটা নির্ভর করছে যাত্রীর ওপর। যাত্রী বাড়লে লঞ্চ চলাচলও বাড়ে।
চাঁদপুরগামী যাত্রী সোহেল রানা বলেন, ‘জরুরি প্রয়োজনে চাঁদপুর যাচ্ছি। অবরোধ থাকলে রাস্তায় গাড়ি থাকে না। অনেক ভোগান্তি। সেজন্য লঞ্চে যাচ্ছি। আগে চাঁদপুরে কিছুক্ষণ পর পর লঞ্চ পেতাম কিন্তু এখন পাচ্ছি না। অনেকক্ষণ ধরে বসে আছি, যাত্রী কম তাই কখন লঞ্চ ছাড়বে ঠিক নেই।
কর্ণফুলী-৪ লঞ্চের করণিক আবুল হোসেন বলেন, গত দুই দিন কিছু যাত্রী ছিল। আজকে আবার অবরোধ দিছে। যাত্রী একেবারে কমে গেছে। আগে আধাঘণ্টা পর পর চাদপুরের লঞ্চ চলত। এখন দুই ঘণ্টা আড়াই ঘণ্টা পরপর লঞ্চ ছাড়া হচ্ছে। তাও যাত্রী হচ্ছে না।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, নৌপথে যাত্রীরা নিরাপদে যাতায়াত করছে। যাত্রীদের নিরাপত্তায় নৌপুলিশ সার্বক্ষণিক নদীতে টহল দিচ্ছে। যাত্রীদের নিরাপত্তায় নৌপুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সন্দেহজনক কিছু দেখলে তল্লাশিও করা হচ্ছে।