প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ০০:৩১ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ০০:৪০ এএম
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে সারা দেশে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) কেন্দ্রীয়ভাবে রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরে আলোচনা সভা ও জাতীয় সমবায় পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ হামিদা বেগম ও সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মুনিমা হাফিজ।
মো. তাজুল ইসলাম বলেন, ‘সমবায় শক্তিকে কাজে লাগাতে পারলে দেশের আমূল পরিবর্তন সম্ভব। সমবায় অধিদপ্তরের তত্ত্বাবধানে বর্তমানে প্রায় ১ লাখ ৮৯ হাজার সমবায় সমিতি রয়েছে। সমবায়ীদের আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসে এ সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’
স্বপন ভট্টাচার্য বলেন, ‘বঙ্গবন্ধুর চিন্তাধারা অনুসারে গ্রামভিত্তিক সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগকে জনগণের উন্নয়নের কাজে লাগাতে সমবায় অধিদপ্তর উপজেলা পর্যায়ে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা সমবায় সমিতি’ গঠন করেছে। ২০০টি উপজেলায় কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া ‘উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ' প্রকল্প চলমান রয়েছে।’
দিবসটির এবারের স্লোগান ছিল- ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।