× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে ট্রেন দুর্ঘটনার পেছনে নাশকতার উদ্দেশ্য থাকতে পারে : রেলমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩ ১৫:৪৯ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩ ১৬:৫৮ পিএম

রেলওয়ে ভবনে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। প্রবা ফটো

রেলওয়ে ভবনে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। প্রবা ফটো

ভৈরবে ট্রেন দুর্ঘটনার পেছনে নাশকতার উদ্দেশ্য থাকতে পারে বলে দাবি করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ‘আমরা তদন্ত করে দেখছি শুধুমাত্র সিগনাল অমান্য করার কারণেই দুর্ঘটনা ঘটছে কি না নাকি তার পেছনে অন্য কোনো নাশকতার উদ্দেশ্য আছে।’ 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রেলওয়ে ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘ট্রেন দুর্ঘটনার পেছনে অন্য কারণও থাকতে পারে। তদন্ত করে দেখতে হবে সেখানে লাইনের ওপর কিছু হয়েছে কি না। কারণ এর আগেও ২০১৩-২০১৪ সালে আমরা দেখছি রেল নিয়ে বিভিন্ন ধরনের নাশকতা হয়েছে। রেলের ওপর বার বার আঘাত এবং পুড়িয়ে ফেলার ঘটনাও ঘটেছে। স্ক্রু খুলে ফেলা এবং ঢিল ছুড়ে মারার ঘটনাও এর আগে কম হয়নি। সবকিছু তদন্ত করে দেখতে হবে। আমরা সাদা চোখে যা দেখছি ভেতরে অন্য কোনো কারণও থাকতে পারে।’

তদন্ত কমিটি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘রেল মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় আমরা সংশ্লিষ্ট তিনজনকে সাময়িক বরখাস্ত করেছি। তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি লোকোমাস্টারের অবহেলা বা অক্ষমতায় এ ঘটনা ঘটেছে।’ 

রেলমন্ত্রী বলেন, ‘দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ এখানে উপস্থিত হয়েছি। রেলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার যে দুর্ঘটনা হয়েছিল সেখানে ২১ জন মারা গেছেন। দীর্ঘদিন পর আবার একটি বড় দুর্ঘটনা ঘটল। এ দুর্ঘটনায় মোট ২০ জন মারা গেছেন। আহত হয়েছেন ৩৫ জন। ভৈরব থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য পেয়েছি। 

আহত ও নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া আহতদের চিকিৎসা খরচ রেল কর্তৃপক্ষ বহন করবে।’ 

রেলমন্ত্রীর ফার্স্ট এশিয়ান রেল সামিটে যোগ দিতে ২৩ অক্টোবর দেশের বাহিরে ছিলেন। সেখানে ২৭ অক্টোবর তার যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনার সংবাদ পেয়ে তিনি যাত্রা বাতিল করে গতকাল রাতে ঢাকা ফিরেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা