× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০০ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও সেলাই মেশিন দিল রোটারি ক্লাব অব ঢাকা মহানগর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৪ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৩ পিএম

২০০ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও সেলাই মেশিন দিল রোটারি ক্লাব অব ঢাকা মহানগর

২০০ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও সেলাই মেশিন উপহার দিয়েছে রোটারি ক্লাব অব ঢাকা মহানগর। সম্প্রতি রাজধানীর মীরপুরে ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মাঝে পোশাক ও সেলাই মেশিন বিতরণ করা হয়। 

শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেন রোটারি ক্লাব অব ঢাকা মহানগরের সভাপতি সাকিলা আক্তার মিমি, সাবেক সভাপতি শ্রাবণী সরকার ও এক্সিকিউটিভ কমিটির মেম্বার ড. আফসানা চৌধুরী। 

সাকিলা আক্তার মিমি জানান, ‘সারা বিশ্বে ১১৮টি দেশে রোটারি কার্যক্রম চলছে। ২০১২ সাল থেকে আমাদের কার্যক্রম চলছে। বাংলাদেশ ৫০০টির মতো রোটারি ক্লাব রয়েছে। রোটারি ক্লাব অব ঢাকা মহানগর রাজধানীর বনানী, মিরপুর, মানিকগঞ্জ ও নরসিংদীর চারটি স্কুলকে আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা করে থাকি।’

শ্রাবণী সরকার জানান, নিম্নবিত্তের সন্তানরা ফ্রি স্কুলে পড়াশোনা করে। তাদের মা-বাবারা যেখানে যেমন পোশাক পায় সেটাই সন্তানদের জন্য নিয়ে আসে। তাই একেকজন একেক রকম পোশাক পরে স্কুল আসে। এতে স্কুলের পরিবেশ নষ্ট হয়। তাই আমরা ফ্রি স্কুলগুলোতে একই রঙের স্কুল ড্রেস দেওয়ার ব্যবস্থা করেছি। 

নতুন স্কুল ড্রেস পেয়ে খুশি মিরপুর পল্লবীর মিরপুর ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা। 

দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী কুমকুম উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, স্কুল ড্রেস পেয়ে দারুণ খুশি আমি। খুব ভালো লাগছে। এখন স্কুলে নতুন সুন্দর এ পোশাকটি পরে আসতে পারব। 

নতুন ড্রেস পেয়ে পঞ্চম শ্রেণির নাছিমা আক্তারের জানান, ‘আগে ভালো জামাকাপড় না থাকার কারণে স্কুলে আসতে চাইতাম না। এখন নতুন ড্রেস পেয়ে নিয়মিত স্কুলে আসব।’ 

এ আয়োজনের সহযোগিতা করেছেন রোটার‍্যাক্ট ক্লাব অব মহানগর ঢাকা ও রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা মহানগর। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা