প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩১ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৮ এএম
ঢাকা কেন্দ্রীয় কারাগার। ফাইল ছবি
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে মো. বাবু নামে এক হাজতি মারা গেছেন। কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে সেখানেই তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কারারক্ষী মো. ইমরান জানান, রাতে বাবু কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বাবু কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তবে তিনি কোন মামলার আসামি ছিলেন তা জানা যায়নি। তার বাবার নাম মান্নান খান।
পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।’