প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৫ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০০ পিএম
রাজধানীতে মিষ্টির দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রবা ফটো
রাজধানীর লালবাগে একটি মিষ্টির দোকানে আগুন লেগেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে মদিনা মিষ্টান্ন ভান্ডার নামে ওই দোকানে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট পাঠানো হয়েছে। দুপুর সোয়া ২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।